সাতক্ষীরার কলারোয়ায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহনির্মান মঞ্জুরী বাবদ ব্যয়ে ৭২টি পরিবারে মাঝে ১৫৫ ব্যান ঢেউটিন ও নির্মান বাবদ ৪ লাখ ৩২হাজার টাকা বিতরণ করা হয়েছে।
প্রত্যেক পরিবারকে দুই ব্যান টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
সেসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]