কলারোয়ার গ্রামের অলিগলিতে এমনকি পিচ ঢালা রাস্তা নিজের কালো রং হারিয়ে ধারণ করেছে লাল, সবুজ, বেগুনী বর্ণে। ছেলে-মেয়ে, শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে আবাল বৃদ্ধা সকলেরই চেহারা হারিয়ে গেছে আবিরের রঙে।
মনের আনন্দে রঙের বর্ণছটায় নিজেকে বিলিয়ে দিয়েছে মানুষগুলো। বসন্তের হাওয়ায় রঙিন মুখগুলো যেন আনন্দঘন করে তুলেছে পুরো কলারোয়াকে।
ফাল্গুনী পূর্ণিমা তিথির এ দিনে বৃন্দাবনের নন্দনকাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও গোপীদের সঙ্গে রং ছোড়াছুড়ির খেলায় মেতে ছিলেন।
এরপর থেকে কৃষ্ণ ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। সেই থেকে আবির খেলার স্মরণে হিন্দু সম্প্রদায় এই হোলি উৎসব পালন করে থাকে বলে প্রচলিত আছে।
এ ছাড়া বলা হয়ে থাকে, কৃষ্ণ নিজের কৃষ্ণ রং ঢাকতে বিভিন্ন ধরনের রং মাখিয়ে রাধার সামনে হাজির হন। সেই থেকে এ উৎসবের শুরু।
উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে দোল উৎসবের আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে জাঁকজমক ভাবে। তেমনি দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় কলারোয়ার বিভিন্ন স্থানে শিশু কিশোর, তরুণ তরুণীরা উৎসবে মেতেছে। সব বয়সের নারী-পুরুষই একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে হলির দিনটি আনন্দের মধ্যোদিয়ে অতিবাহিত করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]