সাতক্ষীরার কলারোয়ায় হারিয়ে যাওয়া এতিমখানার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই শিশু উপজেলার গোয়ালচাতর এতিমখানা থেকে হারিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গোয়ালচাতর এতিমখানার শিশু যশোর জেলার কোতোয়ালী থানার মৃত কামাল হাসান ও লায়লী বেগমের ছেলে রুহিত হাসান (১১) ও একই জেলার শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের মৃত আমিরুজ্জামান ও নারগিস বেগমের ছেলে আতিকুজ্জামান (১৪)কে ভোর সাড়ে ৫ টার দিকে এতিমখানায় না পেয়ে কর্তৃপক্ষ থানায় জিডি করে। একই দিনে এতিমখানার শিক্ষক আসাদুজ্জামান সহ শিশুদের মায়ের উপস্থিতিতে করা জিডি নং- ১৪৬৫।
জিডির সূত্র ধরে কলারোয়া থানা পুলিশ উদ্ধারের অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে দুইদিন খুলনার সোনাডাঙ্গায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে শিশু পাচার চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শনিবার (১ জানুয়ারী) বিকালে শিশু দুইজনকে কৌশলে যশোরের হারিয়ে যাওয়া শিশু আতিকুজ্জামানের বাড়িতে পৌঁছে দেয়। সেখান থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, উদ্ধার হওয়া দুই শিশুকে সন্ধ্যার পর তাদের মাতা লায়লী খাতুন ও নারগিস বেগমের হাতে তুলে দেয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]