কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই কার্যক্রম ও সরকারী বরাদ্দকৃত নির্মাণাধীন ৯টি ঘর পরিদর্শন করা হয়েছে।
শনিবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রদত্ত সরকারি অর্থায়নে ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে নির্মাণাধীন ৯টি ঘর উপকারভোগীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চেীধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি শফিকুল ইসলামসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাছাই শেষে নির্মাণধীন ৯টি ঘর পরিদর্শনকালে ইউএনও জুবায়ের হোসেন চেীধুরী অবকাঠামোগত দিক বিবেচনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ ঘর নির্মাণ ও উপকারভোগী বাছাই কার্যক্রম সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হয়েছে বলে জানান।
উল্লেখ্য, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যায় ৯নং হেলাতলা ইউনিয়নে গৃহহীনদের প্রথম পর্যায়ে ৯ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]