‘কলারোয়ায় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে ১০ ইউপিতে পকেট কমিটি দেওয়ার অভিযোগ’ শীরোনামে সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ। এক প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, কোন টাকা পয়সা লেনদেনের বিষয়ে প্রমান দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। একই সাথে ওই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার কোন বক্তব্য নেয়া হয়নি বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি।
যুবদল নেতা কেএম আশরাফুজ্জামান পলাশের পাঠানো প্রতিবাদ লিপি হুবুহু তুলে ধরা হলো:
‘কলারোয়ায় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে ১০ ইউপিতে পকেট কমিটি দেওয়ার অভিযোগ!’ শিরোনামে গত ২৪ মার্চ অনলাইন পোর্টাল ডেইলি সাতক্ষীরায় ও পত্রদূত প্রকাশিত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কলারোয়া যুবদল সম্পর্কে কোন ধরণের তথ্য-যাচাই বাছাই ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদটি করানো হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে।
সংবাদে সম্পূর্ন মিথ্যাভাবে উল্লেখ করা হয়েছে, যে টাকার বিনিময়ে কমিটি করা হয়েছে। এ ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি প্রমান করতে পারে কমিটি গঠনে আমার সাথে কারোর কোন ধরণের টাকা পয়সার লেনেদেন হয়েছে তাহলে আমি আর কখনোই রাজনীতি করবো না। তবে দু:খের এবং অত্যন্ত পরিতাপের বিষয় হলো সংবাদে আমার বিরুদ্ধে টাকার অভিযোগ তুললেও সংশ্লিষ্ট সাংবাদিক আমার কোন বক্তব্য পরিবেশন করেননি। এটি সাংবাদিকতার নীতি বিরোধী। কারোর প্ররোচণায় বা কারোর কুস্বার্থে এই ধরণের মিথ্যা-ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আমাকে হেয় করা হয়েছে। দ্রুত মিথ্যা সংবাদটি ডেইলি সাতক্ষীরা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
কেএম আশরাফুজ্জামান পলাশ,
সিনিয়র যুগ্ম আহবায়ক,
কলারোয়া উপজেলা যুবদল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]