সাতক্ষীরার কলারোয়ায় আগামী ২০শে সেপ্টম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে র্দীঘদিন ঝুলে থাকা বহুদিনের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। পুনারায় নির্বাচনের তারিখ ঘোষনা হ্ওয়ার সাথে সাথে প্রার্থীরা গনসংযোগ, মতবিনিময়,ব্যানার, পোষ্টার লাগানো এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
কলারোয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়-১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৮ জন, সাধারন পদে ৩৮৫ জন, এবং সংরক্ষিত নারী সদস্য ১২৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন।
কলারোয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন কুমার জানান, আগামী ২০শে সেপ্টম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১০ টি ইউনিয়নের ৯১টি কেন্দ্রে ১ লক্ষ৪৪ হাজার ৪৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১৭৭৪ টি এবং মহিলা ভোটার সংখ্যা ৭২৬৯৬ টি।তিনি আরো বলেন কোন প্রার্থী নির্বাচনে আচরন বিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]