কলারোয়ায় ১২ দিনব্যাপী বুনিয়াদী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। শনিবার (২৭আগষ্ট) সকালে কলারোয়ার উন্নয়ন পরিষদ (উপ) ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে ওই প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কলারোয়ার উন্নয়ন পরিষদ (উপ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, মনিটরিং অফিসার মিজানুর রহমান, গাজী শামিম হোসেন, উপজেলা প্রেগ্রোম অফিসার রবিউল ইসলাম রবি, মাস্টার ট্রেইনার শামীম হোসেন মিন্টু, প্রোগ্রাম সুপার ভাইজার মনিশংকর হালদার, মঈনুল ইসলাম, মমতাজ পারভীন, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ দিন ব্যাপী বুনিয়দি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]