কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামি ১৫ মে রবিবার সকাল ৯টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সকাল-বিকাল খেলার মাধ্যমে আগামি ২১ মে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ওই টুর্নামেন্টে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও কলারোয়া পৌরসভা দল অংশ গ্রহন করবে বলে জানা গেছে।
টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে তার অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ কচি, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান সান্টু, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জয়নগর ইউপি বিশাখা তপন সাহা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ক্রীড়া সংগঠক দীলিপ ঘোষ, রেজাউল করিম লাভলু, শিক্ষক আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।
সভা শেষে নবাগত ইউএনও রুলী বিশ্বাস উপস্থিত সকলকে নিয়ে পাইলট হাইস্কুল ফুটবল মাঠ পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]