কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৪৯৬৮ জন শিক্ষার্থীদের ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪০০ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২৫৬৮ জন শিক্ষার্থী প্রথম দিনে ২য় ডোজের টিকা গ্রহন করেন।
টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও সরকালী পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস।
টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আ: রব সহ শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ২য় ডোজের টিকা গ্রহনের সাথে সাথে শিক্ষার্থীদেরকে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি অনুসরন কওে চলার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম ডোজ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]