কলারোয়ায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার কমা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।
তিনি জানান, 'এদিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৮ শতাংশ।'
এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- মুরারীকাটির শেখ মোজাম্মেল হক (৬২) ও হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুরের ওমর আলীর পুত্র আব্দুল কাদের (৫৬)।
'করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের উপর গুরুত্বরোপ' করে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, 'অতিসম্প্রতি কলারোয়ায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]