বৈশ্বিক মহামারীর কোভিড-১৯ করোনাভাইরাসের দাপটে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ চলমান। এরই মাঝে সপ্তাহের প্রথম দিনে কলারোয়ায় নতুন করে আরো ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
শনিবার কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের একজের বাড়ি পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা উপজেলায়।
এদিন নমুনার বিপরীতে সংক্রমণে হার ১৪ শতাংশ। যা গেলো কয়েকদিনের মধ্যে কম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।
নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন- পৌরসদরের তুলশীডাঙ্গার নূর ইসলামের পুত্র নাজমুল হোসেন (৩১), লাঙলঝাড়া ইউনিয়নের লাঙলঝাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী আনোয়ারা (৪৫) এবং যশোরের ঝিকরগাছার বাকড়া গ্রামের আরহান মন্ডলের পুত্র আজিবর রহমান (৬৫)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]