কলারোয়ায় নতুন করে ২৫ জনের মধ্যে নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৮ ভাগ। নিন্মমুখি এই শনাক্তের হারে উপজেলাবাসির মধ্যে স্বস্তি ফিরে আসছে।
মঙ্গলবার (৬ জুলাই) আক্রান্ত ২ ব্যক্তিকে কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিদ্বয় হলেন, মুরারীকাটি গ্রামের শেখ মোজাম্মেল হক (৬২) ও হেলাতলা ইউনিয়নের ওমর আলীর পুত্র আব্দুল কাদের ৫৬)।
আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকার ঘোষিত বিধি নিষেধ কার্যকরসহ নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]