সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। অপর অভিযানে ১৩ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে আটক করা হয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন জানান, ‘রবিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের গায়েনপাড়ার সুজন খানের বসতবাড়ির সামনে অভিযান চালায়। সেসময় শেখ আব্দুল নাইমের ছেলে শেখ আব্দুল আরিফ (৫২), শেখ আব্দুল আরিফ এর স্ত্রী মোছা- ফজিলা বিবি (৪৫) এবং শেখ আব্দুল আরিফ এর মেয়ে মিস রুম্পা খাতুন (১৫) কে আটক করা হয়। তাদের সকলের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার বড়বামুনিয়া গ্রামে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৬, তারিখ ২৪/১০/২০২১ ইং।’
অপরদিকে, র্যাব সদস্যরা একইদিন বেলা সাড়ে ৩টার দিকে কলারোয়ার পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর উপজেলার রেউই বাজার এলাকায় পৃথক অভিযানে ১৩ বোতল বিদেশি মদসহ আরো ১জনকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. জাহিদুল (২০)। সে কলারোয়ার কেঁড়াগাছির হরিণা গ্রামের নুর আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৫, তারিখ ২৪/১০/২০২১ ইং।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]