কলারোয়া ফুটবল একাডেমী কাপ ২০২০ উদ্বোধন হতে যাচ্ছে রবিবার (৪অক্টোবর) বিকাল ৩টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে।
জুয়েলারী সমিতির বন্ধু মহলের অর্থায়নে এবং কলারোয়া ফুটবল একাডেমী কমিটি আয়োজিত ১ম দিনের খেলায় সাতক্ষীরা ফুটবল একাদশ বনাম শার্শার ধলদা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে।
আয়োজক কমিটির সায়েদ আলী জানান, শনিবার ১০অক্টোবর বিকালে ২য় খেলায় কলারোয়া ফুটবল একাডেমী বনাম খোর্দ্দ ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করার কথা আছে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা আছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও শাহনাজ নাজনীন খুকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল সহ অন্যদের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]