কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে ৪৮৭২ জন টিকা গ্রহন করেছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জিকেএমকে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬১৫ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২৪০৫ জন শিক্ষার্থীকে চতুর্থ দিনে ২য় ডোজের টিকা গ্রহনের অনুমতি থাকরেলও মোট ৪৮৭২ জন শিক্ষার্থী টিকা গ্রহন করেছেন।
টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।
গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল ও সরকারী পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্ততা নূরুন নাহার আক্তার।
টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রব সহ শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলমান থাকবে। তিনি সকলকে মাস্ক পরিধান সহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]