কলারোয়ায় ৪ আসামিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন সিআর মামলার ও ১ জন নিয়মিত মামলার আসামি।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ একাধিক টিম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রায়টা উত্তর পাড়ার মৃত কুদরুতুল্লাহ সরদারের পুত্র মনিরুজ্জামান, কিসমত ইলিশপুর গ্রামের মৃত শেখ সয়িলের পুত্র শেখ আলামিন, কোমরপুর গ্রামের শহর আলী গাজীর পুত্র শাহাজাহান আলী ও দিগং দক্ষিনপাড়া গ্রামের মৃত জামাল বিশ্বাসের পুত্র আব্বাস উদ্দীনকে আটক করে।
মঙ্গলবার আটককৃতদের সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল-গীয়াস জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]