কলারোয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ'র আয়োজনে শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শূভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা বিআরডিবি'র স্বর্ন পদকপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর গাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আল আমিন হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, সমাজ সেবা কর্মকর্তা নুরুল আলম নাহিদ,শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাস্টার শরিফুল ইসরামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমবায় সংগঠনের কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ বহুমুখি সমবায় সমিতি ও কামারালী পল্লী উন্নয়ন সমবায় সমিতিকে উন্নয়নমূলক অবদান রাখায় সমবায় পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]