কলারোয়া আলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ নভেম্বর) মাদরাসার হলরুমে আলোচনা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা পরষ্পরদের উপহার সামগ্রি প্রদান করেন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রভাষক শাহনাজ পারভীন, প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, পরীক্ষার্থীদের পক্ষে রমজান, নূর মোহাম্মদ, মেফতাহুল জান্নাত নিলা প্রমুখ।
পরে সকলের শুভকামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মহিদুর রহমান।
এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ১ম বর্ষের ছাত্র সানাউল্লাহ তানভীর, হামদ পরিবেশন করেন শেখ তামিম হাসান, বিদায়ী সংগীত পরিবেশন করেন মুস্তাহিদুল ইসলাম।
আসন্ন আলিম পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৭২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]