সাতক্ষীরার কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসায় শুন্যপদে একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে। গত ১৮জুন শনিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ ছাড়াও মাদ্রাসায় একজন কম্পিউটার ল্যাব অপারেটর, একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
মাওলানা আইয়ুব আলীর অবসরজনিত কারণে কলারোয়ার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদ শুন্য হয়। এ কারণে শুন্যপদে নতুন অধ্যক্ষ নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- অধ্যক্ষ পদের জন্য ২হাজার টাকা ও অন্যান্য পদের জন্য ১হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, ছবি ও কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট আবেদনপত্র জমা দেয়া যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি হুবুহু নিচে তুলে ধরা হলো-
নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা এর ২০১৮ সালের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা সংশোধিত ২৩ নভেম্বর ২০২০ বিধি মোতাবেক কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা, কলারোয়া, সাতক্ষীরা শুণ্য পদে (দ্বিতীয় বিজ্ঞপ্তি) অভিজ্ঞ অধ্যক্ষ নিয়োগ করা হবে। কম্পিউটার ল্যাব অপারেটর ০১, নিরাপত্তা কর্মী ০১, আয়া ০১ নিয়োগ করা হবে। আগ্রহীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ পদের জন্য ২০০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ১০০০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি অফিস চলাকালীন সময়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা, কলারোয়া, সাতক্ষীরা এর নিকট জমা দিতে বলা হলো।
কাজী আরিফুর রহমান
সভাপতি,
কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা
ও
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]