কলারোয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত কলারোয়ার উদ্যোগে কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়, করোনা প্রতিরোধ মূলক মাস্ক জনসাধারনের মাঝে বিতরন করা হয়। বিজয়ের এই মাসে নতুন মাস্ক পেয়ে জনসাধারনের মাঝে বিজয়ের আনন্দ আরো দ্বিগুন বেড়ে যায়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে কলারোয়ার গর্ব বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম পেস বোলার ক্রিকেটার মৃত্তুঞ্জয় চৌধুরী নিপুন মাস্ক বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
আলোকিত কলারোয়ার সদস্যরা মাস্ক বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মাস্ক প্রদান করেন।
আলোকিত কলারোয়ার অন্যতম নির্বাহী সদস্য কামরুল ইহছান কাকন জানান, আজকের বিজয়ের আনন্দ টা কে আরো দ্বিগুন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে জনসাধারন চলাচল করতে পারে এজন্য আমাদের এই ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচী। এছাড়াও আমরা আলোকিত কলারোয়ার পরিবারের সদস্যরা সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবে ইনশাল্লাহ বিনিময়ে মানুষের দোয়া ও ভালবাসা এটাই আমাদের কামনা।
মাক্স বিতরনের সময় উপস্থিত ছিলেন আলোকিত কলারোয়ার অন্যতম নির্বাহী সদস্য মুরাদ হাসান, সোহেল রানা, শামসুল আলম, রেজওয়ান উল্লাহ, আব্দুল্লাহ,ওসমান গনি, শফিকুল ইসলাম প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]