সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর হাতে খাতা, কলম, স্কুল ব্যাগ ইত্যাদি প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের হাতে এই উপহার তুলে দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, অসহায় প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফুটাতে সরকারের দেওয়া শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে আমি নিজেও খুশি। প্রতিবন্ধী শিশুরাও মানুষ, সমানভাবে সকল শিশুর মত এরাও এগিয়ে চলতে সক্ষম হবে। যদি আমরা বিত্তবান সকল মানুষ সরকারের পাশাপাশি নিজেদের স্থান থেকে প্রতিবন্দী শিশুদের পাশে দাঁড়ায়। আমাদের প্রত্যেকের সামান্য উদ্যোগই পারে অসহায় প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফুটাতে। চলুন সবাই এগিয়ে যাই। শিক্ষার প্রসার ঘটুক, মনুষত্বের বিকাশ হোক, এবং শিক্ষাই হোক উন্নয়নের হাতিয়ার।প্রতিবন্ধীরা বোঝা নয় তারাও দেশের সম্পদ তাদেরকে সুযোগ করে দিতে হবে এগিয়ে নিতে।
শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মৌসুমি জেরীন কান্তা, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষিকা মমতাজ খাতুন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]