কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নাগরিক অধিকার করছে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাড়ে ১১ টার দিকে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া র্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রাহানউদ্দীন, স্টাফ বেনজির আহম্মেদ, মাহাবুবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও সূধিবৃন্দ।
সভায় বক্তারা জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্রীয়, সামাজিক, স্থানীয়সহ বিভিন্ন প্রয়োজনে জন্মনিবন্ধন সনদ অতি জরুরী। এ জন্য শিশু জন্ম গ্রহনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করা প্রতিটি পিতা-মাতাসহ সকল নাগরিকের দায়িত্ব-কর্তব্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]