কলারোয়া থানার ওসির মোবাইল ফোন নম্বর হ্যাক হয়েছে।
বৃহষ্পতিবার কলারোয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজ ‘কলারোয়া থানা পুলিশ সাতক্ষীরা’য় দেয়া এক স্টাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ‘একটি জরুরী বার্তা’ শীরোনামে জানানো হয়- ‘কলারোয়া থানা, সাতক্ষীরা'র অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল নম্বর হ্যাক হয়েছে। যদি কোন ব্যক্তি কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি'র) পরিচয় দিয়ে ফোন করে কোন প্রকার লেনদেনের কথা বলে বা যেকোন তথ্য জানতে চাহিলে নিশ্চিত না হয়ে কোন তথ্য দিবেন না।’
উল্লেখ্য, সম্প্রতি হ্যাক হওয়া ওই নম্বর থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি ইউনিয়নের একাধিক প্রার্থীর কাছে বিশেষ সুবিধা দেয়ার কথা বলা হওয়ায় থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন প্রার্থী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]