কলারোয়া থানার তিন পুলিশ কর্মকর্তাকে সাতক্ষীরা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন- এসআই আবু বকর, এএসআই জিল্লুর রহমান ও এএসআই লিটন।
সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্রে জানা যায়, গত বুধবার ভোর রাতে ওই তিন পুলিশ কর্মকর্তা উপজেলার চিতলা এলাকা থেকে চোরাকারবারিদের তাড়া করে ফেনসিডিলের একটি বড় চালান আটক করে। কিন্তু থানায় জব্দ দেখায় ৪৯ বোতল। বিষয়টি জানাজানি হলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে এ ঘটনায় তাদেরকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ওই তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে তাদের তিনজনকে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]