কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে নতুন বয়স্ক ভাতা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অফিস প্রাঙ্গনে সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে ভাতার টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের পরিচালনায় ও সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার এর তত্ববধানে উপজেলার ৩টি ইউনিয়নের সকল বয়স্ক ভাতা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলার জয়নগর ইউনিয়ন, কেরালকাতা ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়নের ২৬০ জন নতুন ভাতা ভোগীদের জনপ্রতি ৬ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।
সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেয়া উপহার স্বরূপ ভাতার টাকা সঠিক এবং নিয়ম মেনে দেয়া হয়। প্রধানমন্ত্রী শতভাগ ভাতা প্রাপ্যদের ভাতার আওয়তায় আনার জন্য যে বিশেষ ঘোষনা দিয়েছেন, তারই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
ভাতার টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ ছাবের আলী, আলহাজ আব্দুস ছামাদ, সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার ইমদাদুল হক, ব্যাংক আনসার সদস্য নাছির উদ্দিন সহ সকল ভাতাভোগী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]