কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন কারী আনসার সদস্যদের ভাতা বাবদ টাকা আত্মসাতের ঘটনা বহুল প্রচারিত “কলারোয়া নিউজে” সংবাদ প্রকাশিত হওয়ার পর তড়িঘড়ি করে তাদেরকে অফিসে ডেকে অবশিষ্ঠ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানাগেছে।
আনসার সদস্য মুরারীকাঠি গ্রামের মৃত:আ: রহমানের ছেলে মোহাম্মাদ আলী জানান, গত কিছু দিন পূর্বে আমার বাড়ীতে এসে করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করায় আমাকে ২০ হাজার টাকা দিয়েছিল। পরবর্তীতে সাংবাদিকেরা পত্রিকায় হাসপাতালের টাকা আত্মসাতের খবর প্রকাশ করলে ৩০ আগষ্ট আমার বাড়ী থেকে অফিসে ডেকে নিয়ে বাকী ৩৮ হাজার ২ শত টাকা আমাকে দিয়ে দেন এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করেন।
এদিকে মোহাম্মাদ আলী আরোও বলেন, সাংবাদিক ভাইদেরকে সত্য খবর প্রকাশের জন্য ধন্যবাদ। পাশাপাশি তিনি এই অর্থ আত্মসাতের সাথে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার দাবী করেছেন।
উল্লেখ্য, গত ২৯ আগষ্ট প্রকাশিত খবরে কলারোয়া হাসপাতালে করোনাকালীন সময়ে ৬ জনের জায়গায় ৯ জন আনসার সদস্য প্রতি জনের ৫৮ হাজার ২ শত টাকা উত্তোলন দেখিয়ে স্বেচ্ছাসেবকের টাকা আত্মসাতের ঘটনা প্রকাশিত হয়েছিল।
সুত্র জানায়, কলারোয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় থেকে হাসপাতালে পাঠানো তালিকা অনুযায়ী ৬ জন আনসার সদস্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ৯ জন স্বেচ্ছাসেবক দেখিয়ে তাদেরকে ২০ হাজার টাকা ভাতা প্রদান করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]