সাতক্ষীরার কলারোয়া পল্লী ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে ও যশোর রেনেসাঁ হসপিটাল এন্ড ডায়াগনিস্টক সেন্টারের উদ্যেগে শতাধিক গ্রাম ডাক্তারদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন বাংলার বহুল প্রচারিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও রেনেসাঁ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন।তিনি তার বক্তব্য বলেন আমাদের মূল লক্ষ্য হল কম খরচে উন্নত সেবা,তাছাড়া আমি মনে করি সেবা একটা মানব ধর্ম।সাধারন গরিব ও অসহায় রোগীদের সঠিক চিকিৎসা সেবা করা জন্য আমরা সবাই বদ্ধ পরিকর। এসম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের ভাইস চেয়ারম্যান নুরুউদ্দীন খান, ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জমান মনি, হসপিটালের দ্বায়িত্ব প্রাপ্ত ডাঃ প্রকাশ চন্দ্র মজুমদার, ডাঃ মারুফ আল হাসান,গ্রাম ডাক্তার সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন গ্রাম ডাক্তারগন, ফামেসর্ী মালিক, ক্লিনিক মালিকগন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠিনটি পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক ডাক্তার সেলিম মুহাম্মদ সিদ্দিকী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]