বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে যখন থমথমে গোটা মানবজাতি ঠিক এরই মাঝে এলো বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
এই ঈদুল আজহাকে কেন্দ্র করে চলছে বিভিন্ন পশুরহাটে কোরবানীর পশু কেনা বেঁচা।
শুক্রবার (১৭ জুন) কলারোয়া উপজেলার পৌরসদরের একমাত্র পশুরহাট তদারকিতে দেখা গেল কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর।
তিনি মহামারী করোনা প্রতিরোধে পশুরহাটে আগত সকল ক্রেতা বিক্রেতার সামাজিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ও অন্যান্য সামাজিক সুরক্ষা নিশ্চিতে হাটের ভিতরে অবস্থান নিয়েছেন শুক্রবার সকাল থেকেই।
এসময়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- সরকারী নির্দেশনা অনুযায়ী কোরবানীর পশুর হাটে সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সর্দি কাশি,জ্বর নিয়ে কাউকে হাটে প্রবেশ করতে না দেওয়া এবং শিশু, বৃদ্ধ ব্যক্তিকে হাটে প্রবেশ করতে না দেওয়া এবং সকল নির্দেশনা বাজার ব্যবস্থাপনা কমিটি কর্তৃক হাট চলাকালিন সময়ে মাইকে প্রচার করা নিশ্চিত করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]