কলারোয়া সরকারি জিকেএমজে পাইলট হাইস্কুল ও গার্লস পাইলট হাইস্কুলে পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকালে পাইলট হাইস্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, মাস্টার সহিদুল ইসলাম, মাস্টার আব্দুর রহমানসহ শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দ।
এদিকে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত ‘দূর্নীতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার একমাত্র অন্তরায়’ -এই বিষয়ের উপর শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক উত্তম কুমার, হুমায়ুন কবির, উৎপল সাহাসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]