কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার বিকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আ. রব স্কুল জাতীয়করণ করার নাম করে স্কুলের বিভিন্ন শিক্ষকের নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমার কাছ থেকে প্রথমে ৫২২০০ টাকা নেন। পূনরায় তিনি আরও টাকা দাবী করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে প্রধান শিক্ষক আ. রব আমার উপর তেড়ে উঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি বিভিন্ন সময় আমাকে হয়রানি করে থাকেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, স্কুল জাতীয়করণ করার নামে প্রত্যেক শিক্ষকের নিকট থেকে ১ লাখ করে প্রায় ১ কোটি টাকা আত্মসাত করেছেন।
তিনি এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সহকারী শিক্ষক মাহফুজা খাতুন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]