কলারোয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে পৌর সভার বিভিন্ন এলাকায় আবর্জনা পরিস্কার ও মশা নিধনের জন্য ফিগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়।
পৌর মেয়র মাস্টার মনিরুজাজামান বুলবুল জনস্বার্থজনিত এ সকল কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমানসহ সকল পৌর কাউন্সিলরবৃন্দ।
পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, সারা দেশব্যাপি“চলমান ডেঙ্গু আতঙ্কের মধ্যে জমে থাকা আবর্জনা আর মশার উপদ্রবে সকলইে চিন্তিত। এজন্য পৌর সভার সকল ড্রেনের আবর্জনা অপসারণ ও মশা নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও জানান, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এই রোগের জীবাণু বহন করে এডিস মশা। স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। আর ডেঙ্গু রোগ থেকে বাঁচার একমাত্র উপায় মশার বংশ বিস্তার রোধ করা। সে জন্য মশার বংশবিস্তার রোধে পৌর সভার সর্বত্র পর্যায়ক্রমে ফিগার মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ ও ড্রেনের আবর্জনা পরিস্কার করা হবে বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com