কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন ও অর্পণ করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে স্বল্প পরিসরে রবিবার (৪ এপ্রিল) পৌর সভাকক্ষে দায়িত্ব গ্রহন ও অর্পণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল নব নির্বাচিত কাউন্সিলরদের উপস্থিতিতে দায়িত্ব অর্পণ করেন এবং নব নির্বাচিত মেয়র হিসাবে পুনরায় দায়িত্বভার গ্রহন করেন।
দায়িত্ব গ্রহন শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুনরায় নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন ও সন্ধ্যা রানী বর্মন এবং নব নির্বাচিত তৃতীয় লিঙ্গের দিথি খাতুন, সাধারণ কাউন্সিলর পুনরায় নির্বাচিত শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন আকি, ইমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন নিলু, আলফাজ হোসেন, রফিকুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম ও আসাদুজ্জামান তুহিন।
অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়রসহ কাউন্সিলরগণ শপথ গ্রহন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]