কলারোয়া পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২২’ পালিত হয়েছে। ’টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার( ৮ মার্চ) সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর ফারহানা হোসেন, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আকিমুদ্দিন আকি, ইমদাদুল হক, মেজবাহ উদ্দিন নিলু, সন্ধ্যা রানী বর্মন, ইতি খাতুন, আলফাজ হোসেন ও আসাদুজ্জামান তুহিন, পৌর সচিব তুষার কান্তি দাস, পৌর কর্মকতা ইমরুল হোসেন, শেখ ইমরান হোসেন সহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সূধিবৃন্দ।
সভায় বক্তারা নারীর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে অর্জনকে সম্মান জানিয়ে নারীর সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]