কলারোয়া পৌরসভায় ওয়াস ও করোনা ভাইরাস সচেতনতামূলক ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় ও পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, সাংবাদিক জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সকল কর্মকর্তা ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন মিনা।
উল্লেখ্য-অনুষ্ঠানের সভাপতি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল বলেন-করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরসভার ৯টি ওয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা এবং জনসাধারণকে করোনা ভাইরাস হিসেবে সতর্কতামূলক ভাবে নিজ নিজ আবাসে অবস্থানের জন্য বলা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]