করোনা ভাইরাস রোধে কলারোয়া পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার(২৪ জানুয়ারী) বিকালে পৌর মেয়রের কার্যালয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ওই মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এ সময় উপস্থিত থেকে মাস্ক গ্রহন করেন পৌর সচিব তুষার কান্তি দাশ, উপ সহকারী প্রকৌশলী অসিম চন্দ্র, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, হিসাব রক্ষক ইমরুল ইসলাম, কার্য সহকারী শেখ ইমরান হোসেন, কর্মচারী নজরুল ইসলাম, আরিফ হোসেন সহ পৌর কার্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কার্যক্রম শেষে পৌর মেয়র সকলকে মাস্ক পরিধান করে পৌরবাসীকে সেবা দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মেনে চলার জন্য উপজেলাবাসীকে আহবান জানান।
মঙ্গলবার পৌর সদর সহ বিভিন্ন স্থানে পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ করা হবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]