কলারোয়া পৌরসভায় বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যকাশন আয়োজিত বিশ্ব পানি দিবসের আলোচনায় বক্তারা পানির অপচয় রোধের উপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, ‘আগে বলা হলো পানির অপর নাম জীবন। কালক্রমে এখন বলতে হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এজন্য বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম তরান্বিত করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, প্রকৌশলী হাসান সোহরাওয়ার্দী, কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রাকটিক্যাল এ্যাকশনের কর্মকর্তা মিনা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]