কলারোয়া পৌরসভার বিভিন্ন প্রকল্পের ২৫লাখ টাকার কাজের ওপেন লটারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভায় এ উপলক্ষে সকল ঠিকাদের উপস্থিতে ৭টি প্রকল্পের ওপেন লটারী অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌরসভায় রাস্তা ঘাট উন্নয়নে এডিবি, রাজস্ব ও বিশেষ বরাদ্দ থেকে ২৫লাখ টাকার টেন্ডার দেয়া হয়েছে। পৌরসভায় ৬৩জন ঠিকাদারের মধ্যে থেকে ৬০জন ঠিকাদার এই ওপেন টেন্ডারে অংশ গ্রহন করেন। যার মধ্যে রাস্তাঘাট, অনার বোর্ড ও করোনা ভাইরাস এর সরঞ্জাম কেনার জন্য এই টেন্ডার করা হয়েছে বলে জানা গেছে।
পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মরিরুজ্জামান বুলবুল।
পৌর সভার কাউন্সিলর এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, লুুৎফুন্ন নেছা লুতু, সন্ধা রানী বর্মণ, সচিব তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সরওয়ার্দ্দী হোসেন, উপ-সহকারী প্রকৌশলী অসীম চন্দ্র, পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]