কলারোয়ায় পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সরকারী বরাদ্দকৃত ১০ কেজি করে চাউল অসহায়- গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার( ৭ জুলাই) সকাল ১০ টায় পৌরসভা চত্বরে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, জি,এম শফিউল আলম, আকিদুদ্দীন আকি, সন্ধ্যা রানী বর্মন, মেজবাহ উদ্দীন নিলু, রফিকুল ইসলাম, আলফাজ হোসেন, ইমাদুল হক, দিতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর কর্মকর্তা ইমরুল হোসেন, নাজমুল ইসলাম, শেখ ইমরান হোসেন, ট্যাগ অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কলারোযা পৌর সভার ৯ টি ওয়ার্ডের তালিকাভূক্ত ৩ হাজার ৮১ জন অসহায়- গরীব পরিবারের মাঝে ওই চাউল বিতরন করা হয়।
অনুরুপভাবে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসাবে উপজেলার সোনাবাড়িয়া, কেঁড়াগাছি, যুগিখালী, দেয়াড়া, জয়নগর সহ ১২ টি ইউনিয়নে কার্ডধারীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]