আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কলারোয়া নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিপুল সংখ্যক কর্মীসমর্থকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।
৩১ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কলারোয়া নির্বাচন অফিসে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্র বাছাই আগামি ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩০ জানুয়ারী।
পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]