কলারোয়া পৌর পানি শাখার দক্ষতা উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা আহছানিয়া মিশন ও কলারোয়া পৌরসভার পানি শাখা আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস্থাপক আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, শেখ রাশেদুল হাসান কামরুল, পৌরসভার প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী, পৌর সচিব তুষার কান্তি দাস, ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলী শাহীন, ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার মাসুদ হোসেন, সোহেল রানা বাবুসহ পৌরসভার পানি শাখা ও পানি প্রযুক্তির কেয়ারটেকারবৃন্দ।
সভয় এআরপি গনের সচেতনতা, শ্রেণীবিন্যাসসহ সকল ওয়াস ব্লকগুলোর তদারকির তাগিদ দিয়ে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের প্রতিষ্ঠিত ওয়াস ব্লক নিয়মিত পরিস্কার করার জন্য বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]