সদ্য সমাপ্ত কলারোয়া পৌর সভার নির্বাচনে যারা বিজয়ের মালা পরেছে তার মধ্যে মেয়র সহ চার জন নতুন মুখ আর বাকিরা সবাই পূনরায় নির্বাচিত প্রতিনিধি।
গত ৩০ জানুয়ারী কলারোয়া পৌর সভার নির্বাচনের ফলাফলে দেখা যায় মেয়র পদে নির্বাচিত হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, তিনি ২০১৮ সাল থেকে দুই বারের মেয়র আক্তারুল ইসলামের বরখাস্ত জনিত কারনে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এবার ক্ষমতা শীন দলের দলীয় মেয়র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছে। কাউন্সিলরদের মধ্যে নতুন মুখ ১ নং ওর্য়াডের ডালিম প্রর্তীক নিয়ে নির্বাচিত হয়েছে সাবেক ছাত্র নেতা জি এম শফিউল আলম শফি তিনি এস এম মফিজুল হক কে পরাজিত করে নির্বাচিত হয়েছে। ২ নং ওর্য়াডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, তিনি সকালে ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জন করলেও সন্ধ্যায় পানজাবী প্রর্তীক নিয়ে জয়ের মালা পরেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিল আবু সাঈদ পানির বোতল প্রর্তীক। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয় পেয়ে সারাদেশে ইতিহাস সৃষ্টি করেছে তৃতীয় লিঙ্গের দীতি খাতুন আংটি প্রর্তীক নিয়ে তিনি এবার বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে। তিনি গত নির্বাচনে মাত্র ১৩ ভোট সাবেক মহিলা কাউন্সিলর লুৎফন নেছার কাছে পরাজিত হয়েছিল। তবে নতুন আর পূরাতন মিলে কলারোয়া পৌর সভ কে একটি আধুনিক ও মডেল পৌর সভায় রুপান্তর করবে এটাই পৌর বাসির প্রত্যাশা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]