কলারোয়ায় সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ জানান, সমাজসেবা অধিদপ্তর কতৃক দেশব্যাপি অনলাইনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক প্রতিবন্ধীদের আবেদন করার অনুরোধ করা হয়েছে। গত ১০ আগষ্ট থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো জানান, উপজেলার যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এখনও পর্যন্ত ভাতা পাচ্ছেন না তাদেরকে ভাতাপ্রাপ্ত হতে...mis.bhata.gov.bd/onlineapplication লিংকে আবেদন করার জন্য অনুরোধ করেছেন। আবেদন পত্রে প্রতিবন্ধী পরিচয় পত্র বা সুবর্ন নাগরিক কার্ড, জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্মসনদ ও নগদ একাউন্ট সহ নিজের মোবাইল নং সংযুক্ত করতে হবে। অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই পূর্বক প্রতিটি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের কোন ফি ছাড়াই সরকারি বরাদ্দকৃত অর্থ প্রদান করা হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় সূত্রে আরো জানা যায়, প্রতিবন্ধীদের আবেদনপত্র সংগ্রহ কার্যক্রমের( ১০ আগষ্ট) শুরু থেকে এ পর্যন্ত কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি অনলাইনে আবেদনপত্র প্রেরণ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]