পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে ৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার হিজলদী ও দাড়কী গ্রাম এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা এস এম আলতাফ হোসেন লাল্টু'র আর্থিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা, সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাষ্টার আব্দুল করিব, সাবেক ইউপি সদস্য ওমর আলী, হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সমাজসেবক আবু সিদ্দিক, শিমুল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইমরান চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবক ও ব্যাবসায়ী শিমুল হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]