কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।
পরে দুপুরে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা'র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান ও প্রধান শিক্ষক ইমাদুল হক।
অনুষ্ঠানে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ লাল্টু, আশিকুজ্জামান, আজমল হোসেন, রাসেল কবীর, তৌহিদুজ্জামান, রোকনুজ্জামানসহ ১২টি ইউনিয়ন ও মূল কমিটির সদস্যরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইমাদুল হক মিলন।
এর আগে জাতীয় সংগতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তেলন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]