কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহমেদ ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৬২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কিডনি ড্যামেজসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ ছিলেন।
শনিবার সকাল ১০টায় মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান প্রয়াতের ছোট ভাই শরীফ আহমেদ।
জীবদ্দশায় বুলু আহমেদ খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বান পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
এদিকে, বুলু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মো. আবু নসর, প্রেসক্লাবের বর্তমান সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, অধ্যাপক কেএম আনিসুর রহমান, গোলাম রহমান, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, শেখ জাকির হোসেন, এমএ মাসুদ রানা, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান রনি, অহিদুজ্জামান খোকা, দেবাশীষ চক্রবর্তী বাবু, গোপাল ঘোষ বাবু, আদিত্য বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, সদ্যপ্রয়াত বুলু আহমেদের চাচা দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ গত ২৯ এপ্রিল খুলনায় ইন্তেকাল করেছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]