সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।
বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যার পরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে কলারোয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি নাসির উদ্দিন মৃধা।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, 'পুলিশ ও সাংবাদিক পরস্পর সম্পর্কিত। সাংবাদিকরা সমাজ ও এলাকার অজানা-অপ্রকাশিত খবর তুলে ধরেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এলাকার মানুষের কল্যাণে কাজ করে থাকেন।'
অনুষ্ঠানে থানার এসআই বাকি বিল্লাহ, এসআই সোহরাব, এসআই জসিম, এএসআই মফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, কোষাধ্যক্ষ আবু রায়হান মিকাঈল, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদস্য সরদার জিল্লুর রহমান, অহিদুজ্জামান খোকা, সাংবাদিক ইমরান সরদার, রাজু রায়হান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]