কলারোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কলারোয়ার ঝিকরা বন্ধুমহলকে ২-০গোলে হারিয়েছে শ্রীপতিপুর।
রবিবার (১১অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে কলারোয়া সরকারী কলেজ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ মধ্য কোনো দলই গোলের দেখা পাইনি।
দ্বিতীয়ার্ধে ২০মিনিটে শ্রীপতিপুর ফুটবল একাদশের ১০ নং জার্সিধারী খেলোয়াড় ইউসুফ গোল করে দলকে এগিয়ে নেন। ২৬ মিনিটে ১২ নং জার্সিধারী খেলোয়াড় কাজল গোল করে ব্যাবধান বাড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করে।
ম্যাচটি পরিচালনা করেন খালিদুর রহমান খালিদ। তাকে সহযোগিতা করেন লুসার খান ও হুমায়ুন।
ধারাবিবরণীতে ছিলেন বিকাশ মন্ডল।
খেলাটি উদ্বোধন করেন কালারোয়া আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন কলারোয়া শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, ৫ নং ঝিকরা ওর্য়াড কাউন্সিল প্রার্থী সঞ্জয় সাহা। বিশিষ্ট ব্যবসায়ী এনায়েন খান টুন্টু। কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগ এর সভাপতি মেহেদী হাসান ফাহিম, কলেজ ছাত্র লীগ নেতা জুবায়ের হোসেন সজল, সজীব, রিদয়, সুমন, কলারোয়া নিউজের রির্পোটার আদিত্য কুমার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]