কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় কলারোয়ার হটাৎগন্জকে ১-০গোলে হারিয়েছে কলারোয়ার ফ্রেন্ডস সার্কেল।
সোমবার (১২অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে কলারোয়া সরকারী কলেজ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য কোনো দলই গোলের দেখা পাইনি।
দ্বিতীয়ার্ধে ২মিনিটে কলারোয়ার ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশের ৭ নং জার্সিধারী খেলোয়াড় সোহান গোল করে দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই হটাৎগন্জকে হারায় ফ্রেন্ডস সার্কেল।
ম্যাচটি পরিচালনা করেন খালিদুর রহমান খালিদ। তাকে সহযোগিতা করেন দিপ্ত ও সুনিল।
ধারাবিবরণীতে ছিলেন বিকাশ মন্ডল।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগ এর সভাপতি মেহেদী হাসান ফাহিম, কলেজ ছাত্র লীগ নেতা জুবায়ের হোসেন সজল, সজীব, রিদয়, সুমন, আসিফ, কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান (রনি), ক্রিড়াপ্রেমী মাসুদরানা, সুজন, ইমন, আকবর, শিশু মেয়ে দর্শক অন্বেষা, হুমাইরা, রুমি প্রমুখ।
মঙ্গলবার (১৩অক্টোবর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ৩য় খেলায় কলারোয়ার বামনখালি ফুটবল একাদশ বনাম মুরারীকাটি ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]