কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় কলারোয়ার বামন খালি ফুটবল দলকে ৫-০গোলে হারায় ফ্রেন্ডস সার্কেল।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে কলারোয়া সরকারী কলেজ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রথমার্ধে কলারোয়া ফ্রেন্ডস সার্কেল ফুটবল দলের সোহান একটি গোল করেন, এবং ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় দুইটি গোল করেন।
দ্বিতীয়ার্ধে ফ্রেন্ডস সার্কেলর ইমাম ও হাবিব একটি করে গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন।
ম্যাচটি পরিচালনা করেন খালিদুর রহমান খালিদ। তাকে সহযোগিতা করেন উসমান ও মাসুদ।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগ এর সভাপতি মেহেদী হাসান ফাহিম, কলেজ ছাত্র লীগ নেতা জুবায়ের হোসেন সজল, সজীব, রিদয়, সুমন, আসিফ, ক্রিড়াপ্রেমী, সুজন, রুহুল আমিন, কাজল, মোখলেছ, মাসুদ রানা, সুনিল, মনো, নিরান, ইমন, শিশু মেয়ে দর্শক অন্বেষা, হুমাইরা, রুমি প্রমুখ।
ধারাবিবরনীতে ছিলেন বিকাশ মন্ডল ও ইসমাইল।
শুক্রবার (১৬অক্টোবর) বিকালে একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কলারোয়ার শ্রীপতিপুর ফুটবল একাদশ বনাম তুলশীডাঙ্গা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]