কলারোয়া স্টুডেন্ট সোসাইটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে স্থানীয় ফ্রেন্ডস সার্কেলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীপতিপুর ফুটবল দল।
রবিবার (১৮অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে সরাসরি টাইব্রেকারে ৫-৪গোলে কলারোয়ার ফ্রেন্ডস সার্কেলকে হারিয়ে জয়লাভ করে শ্রীপতিপুর।
ম্যাচটি পরিচালনা করেন খালিদুর রহমান খালিদ। তাকে সহযোগিতা করেন খায়ের ও রুহুল আমিন।
ধারাবিবরণীতে ছিলেন বিকাশ মন্ডল ও ইসমাইল।
কলারোয়া সরকারি কলেজ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন সজল, সজীব, রিদয়, সুমন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফরি মিয়া ফারুক হোসেন স্বপন, ক্রিড়াপ্রেমি রুস্তম আলী, মাসুদ রানা, মনো, তোজো, মোখলেছুর, ইমন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]